গভীর রাত্রে !
শুনি কান্নার ধ্বনি
সন্তান আসিয়াছে
মাথা ন্যাড়া করি
পিঠে তার , চিহ্ন ক্ষতের
অঝারা বাশের||
খেয়েছে ধোলাই বাজারে
সামান্য চুরির অপরাধে |
হেন কাজ অসুস্থ অর্ধাহারী
মাতার কারণে
করেছিল নিরুপায় সৎ ছেলে
শুনে চুরির কথা
প্রতিবেশী
আর পাতি নেতার দল
করে ধিক ধিক দিগ্বিদিক |
ব্যাথিত অসুস্থা-
শীর্ণ চেহারায় জীর্ণ বাক্যে
কহে
শোন বিবেকবান !
তোর জন্ম কোথা যাবনা সেদিক |
কুলাঙ্গার সভ্যদের কারণে
আজি মোরা চোর |
যারা বসে চেয়ারে
প্রভু সেজে,
নিত্য অসৎ অর্থ ... বস্তায় ভরে!
দেখলে তাহারে ,
সম্ভোধন করে বল স্যার স্যার ....
কখনও নোংরা পায়ের ধূলা
কর পরিস্কার |
হীন তুই নীচ স্বার্থপর ....
ধিক তোমাদের সরে যাও
যোজন মাইল দুর |
আপনার স্বার্থে -
যদি পিছে থাক তার ,
চোরের চেয়ে বড়
জালিম জাহেল নিজেকে ভাবো একবার!
শুনি কান্নার ধ্বনি
সন্তান আসিয়াছে
মাথা ন্যাড়া করি
পিঠে তার , চিহ্ন ক্ষতের
অঝারা বাশের||
খেয়েছে ধোলাই বাজারে
সামান্য চুরির অপরাধে |
হেন কাজ অসুস্থ অর্ধাহারী
মাতার কারণে
করেছিল নিরুপায় সৎ ছেলে
শুনে চুরির কথা
প্রতিবেশী
আর পাতি নেতার দল
করে ধিক ধিক দিগ্বিদিক |
ব্যাথিত অসুস্থা-
শীর্ণ চেহারায় জীর্ণ বাক্যে
কহে
শোন বিবেকবান !
তোর জন্ম কোথা যাবনা সেদিক |
কুলাঙ্গার সভ্যদের কারণে
আজি মোরা চোর |
যারা বসে চেয়ারে
প্রভু সেজে,
নিত্য অসৎ অর্থ ... বস্তায় ভরে!
দেখলে তাহারে ,
সম্ভোধন করে বল স্যার স্যার ....
কখনও নোংরা পায়ের ধূলা
কর পরিস্কার |
হীন তুই নীচ স্বার্থপর ....
ধিক তোমাদের সরে যাও
যোজন মাইল দুর |
আপনার স্বার্থে -
যদি পিছে থাক তার ,
চোরের চেয়ে বড়
জালিম জাহেল নিজেকে ভাবো একবার!
0 Comments