উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয়



কর্মধারয় সমাসের ২টি জটিল বিষয়ের সহজ সমাধান ঃ
 

এই ২টি বিষয়কে সহজে মনে রাখতে হলে ‘বিশেষ্য ও বিশেষণপদ ২টি সম্পর্কে ভালো ধারণা থাকতে  হবে ।

 ক) উপমান কর্মধারয়ঃ

 ১)   যে সমাস ‘বিশেষ্য + বিশেষণ’ দ্বারা গঠিত হবে, সেটি উপমান কর্মধারয়।
   (সাধরণতঃ  ১ম পদ ‘বিশেষ্য’ ও ২য় পদ ‘বিশেষণ’ )

২) তুলনা বোঝাবে।

ব্যাসবাক্য -     (বিশেষ্য+ র/এর)  +  ন্যায়  + বিশেষণ

   
উদাহরণঃ

বজ্রকঠিন = বজ্রের  ন্যায়  কঠিন     (বজ্র =বিশেষ্য ,কঠিন =বিশেষণ )            

কুসুমকোমল = কুসুমের  ন্যায়  কোমল     (কুসুম =বিশেষ্য 
,কোমল=বিশেষণ  )                                

কচুকাটা = কচুর ন্যায় কাটা                    (কচু =বিশেষ্য ,কাটা =বিশেষণ )

তুষারসাদা = তুষারের ন্যায়  সাদা           ( তুষার =বিশেষ্য , সাদা =বিশেষণ )                                 

খ) উপমিত কর্মধারয়ঃ

  ১)যে সমাস ‘বিশেষ্য + বিশেষ্য’ দ্বারা গঠিত হবে ,সেটি উপমিত কর্মধারয় ।
  ২) তুলনা বোঝাবে। 
  ব্যাসবাক্য -     বিশেষ্য + (বিশেষ্য + র/এর) +  ন্যায়  
                     ( ১ম বিশেষ্য , যাকে  ২য় বিশেষ্য সাথে তুলনা করা হবে)           
  উদাহরণঃ                                                                                               মুখচন্দ্র =  মুখ  চন্দ্রের  ন্যায়     (এখানে  মূখ ও চন্দ্র  উভয় ই  বিশেষ্য )
চাঁদমুখ =   মুখ  চাঁদের  ন্যায়      (এখানে  মূখ ও চাদ  উভয় ই  বিশেষ্য)                                            
সিংহপুরুষ =  সিংহ  পুরুষের   ন্যায়   (এখানে  সিংহ ও পুরুষ  উভয় ই          বিশেষ্য)                                              
পুরুষসিংহ =  পুরুষ সিংহের  ন্যায়     (এক ই বিষয় )    


পূর্বের পোস্ট 

Post a Comment

1 Comments

  1. খুবই উপকৃত। ধন্যবাদ

    ReplyDelete