সন্ধির নিয়ম দিয়ে সহজে সন্ধি শিখুন


সন্ধিঃ
সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নামই সন্ধি । যেমনঃ হিম + আলয় = হিমালয় (এখানে প্রথমে হিম শব্দের শেষে ‘অ’ আর আলয় শব্দের প্রথমে ‘আ’  ধ্বনির   আ-কার পূর্ববতী শব্দ ‘হিম’ এর সংগে  সন্ধির নিয়মে মিলিত হয়েছে  ) । 
স্বরসন্ধি
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় , তাকে স্বরসন্ধি বলে ।

স্বরসন্ধির কিছু নিয়ম -

১। অ/আ এর সাথে অ/আ এর মিলন হলে সন্ধিতে ‘আ’ হয় তেমনি ই/ঈ এর সাথে ই/ঈ ক্ষেত্রে ‘ঈ’ এবং উ/ঊ এর সাথে উ/ঊ এর সন্ধি হলে ‘ঊ’ হয় । যেমনঃ  

অ/আ =আ              দেব + আলয় = দেবালয়
ই/ঈ=ঈ                 পরি + ঈক্ষা  = পরীক্ষা
উ/উ=ঊ                 মরু + উদ্যান =মরূদ্যান
আ + আ =আ         বিদ্যা + আলয় = বিদ্যালয়
 ঈ +ঈ  =ঈ            সতী + ঈশ =  সতীশ
 ঊ + ঊ  = ঊ          ভূ + ঊর্ধ্ব  = ভূর্ধ্ব


আর পড়ুন

ব্যঞ্জনসন্ধির শর্টকাট নিয়ম


২। অ/আ এর সাথে  এ/ঐ এর মিলন হলে   ‘ঐ’ হয় । যেমনঃ

জন + এক  =  জনৈক          ( এখানে ‘জন’ শব্দটির শেষে ‘অ’ আছে  এবং ‘এক’ এরসাথে ‘এ’ আছে )
সদা  +  এব  = সদৈব
মত + ঐক্য  = মতৈক্য
মহা  +  ঐশ্বর্য    = মহৈশ্বর্য


৩। ‘উ’ এর পর অন্য স্বর থাকলে  উ’- এর স্থানে   -ফলা  হয় । যেমনঃ

 তনু  + ঈ  = তন্বী        (এখানে ‘উ’ সাথে  ‘ঈ’ হচ্ছে অন্য স্বর অর্থাৎ একই স্বর নয়   )
সু  +  আগত  =  স্বাগত
অনু  + এষণ  = অন্বেষণ


৪। ই/ঈ   এর পর  অন্য কোন স্বর   থাকলে  ই/ঈ  স্থানে ‘য’  বা  য-ফলা হয় । যেমনঃ

 নদী (ঈ) +  অম্বু  = নদ্যম্বু             (এখানে ঈ এরসাথে ‘অ’ হচ্ছে অন্যস্বর )
ইতি(ই)   +  আদি  = ইত্যাদি
প্রতি (ই) +  ঊষ  = প্রত্যূষ
মসী (ঈ)  +  আধার   =মস্যাধার
অভি(ই)  +  উত্থান  = অভ্যুত্থান
যদ্যপি =  যদি(ই)  +  অপি
 

৫। অ/আ  এরপর         ই/ঈ  থাকলে         ‘এ’ হয়
                             উ/ ঊ     “”              
                            এ / ঐ     “”             
                             ও / ঔ    “”                  
যেমনঃ
শুভ + ইচ্ছা  =  শুভেচ্ছা              (অ + ই = এ )
মহা + ঈশ = মহেশ                 (আ + ঈ =এ-কার  )
সূর্য+উদয় = সূর্যোদয়                 (অ+উ=ও কার )
গঙ্গা+ঊর্মি = গঙ্গোর্মি              (আ+ঊ = ও কার )
জন + এক = জনৈক              (অ + এ = ঐ কার )
মত + ঐক্য = মতৈক্য            (  অ+ঐ = ঐ  )
মহা + ওষধি = মহৌষধি         (আ +ও = ঔ কার )
পরম +ঔষধ =পরমৌষধ          (অ + ঔ = ঔ )

৬। অ /আ এরপর  ‘ঋ’ থাকলে অর হয় । যেমনঃ
দেব + ঋষি = দেবর্ষি


৭। ও /ঔ  এরপর অন্য কোন স্বর থাকলে ‘ও’এর স্থানে ‘অব’  আর ‘ঔ’ এর স্থানে  ‘আব’ হয় । যেমনঃ
পো + ইত্র = পবিত্র             (ও + ই  =অব )
নৌ + ইক = নাবিক            (ঔ + ই = আব )


৮। এ/ঐ  এরপর    ‘অ’    থাকলে  ‘এ’ এর স্থানে ‘অয়’ এবং ‘ঐ’ এর স্থানে ‘আয়’ হয় । যেমনঃ

নে  +অন = নয়ন        (এ+অ = অয় )
নৈ + অক = নায়ক      (ঐ + অ = আয় )




Post a Comment

0 Comments