স্মৃতি


হঠাৎ কেন জানি চোখে পড়ল জানালার আড়াল থেকে উত্তর-পশ্চিম কোণে প্রস্তুতি নেয়া কাল বৈশাখী ঝরের মত এলোকেশী তার মুখখানা , কিছুটা বিস্মিত হয়ে দেখলাম| আজ সেই ছোট্ট শিশুটিকে গোলাপের উপর উড়ে বেড়ানো প্রজাপতিটিকেও দেখানোর ইচ্ছা নেই তার|কেমন যেন লাগছে | এদিক সেদিক ঘুরছে | কে যেন কাকে বলছে সে এখন সুস্থ ,তার বাড়ি আসার কথা আজ|কিছুক্ষণ পর আবার দেখতে পেলাম তার চোখ কেন যেন জানালার দিকে,তবে এবার পূর্ব আকাশে আবছা রংধনু জেগে উঠেছে| আমি ভাবতে লাগলাম এ ঝর কেমনে এত দ্রুত সরে গেল তবে কি সুস্থ আর বাড়ি আসার কথা শুনে? এ দৃশ্য দেখে পূর্বের অনেক অপমান আর অপবাদের কথা ভাবতে লাগলাম |তাই সে চলে যাবার কিছুক্ষণ পরে সন্ধ্যায় হাওয়া খেতে গিয়েছি নদীর ধারে |নদীর ধারে সুন্দর উষ্ণ হাওয়া| জায়গাটা ছিল নির্জন তবে সে তা জানতো| হয়তো দেখেছিলো আমাকে সেখানে যাওয়া| আমার সমস্ত চিন্তা হারিয়ে দূরে কিসের প্রতি যেন বিভোর ছিলাম| হঠাৎ পিছনে ফিরে দেখি নিস্তব্দ হয়ে উদ্দাম এলোকেশী শ্বেত পোশাক পরিহিত এক ষোড়ষী দাড়িয়ে.......



Post a Comment

0 Comments