ব্যঞ্জনসন্ধির শর্টকাট নিয়ম



স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে –স্বরে , ব্যঞ্জনে – ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে । ব্যঞ্জনসন্ধি তিন প্রকার । সেগুলোর শর্টকাট নিয়মগুলো তুলে ধরা হলঃ 
ক। এই সন্ধি ব্যঞ্জনধ্বনি  + স্বরধ্বনি্র  মিলনে গঠিত সন্ধি ।
১। ব্যঞ্জন বর্ণের লাইনের প্রথম বর্ণ + স্বরবর্ণ =সন্ধিতে সেই ব্যঞ্জন লাইনের ৩য় বর্ণ হয় । যেমনঃ
 দিগন্ত = দিক + অন্ত (দিগন্ত উচ্চারনের সময় গ’ এর সঙ্গে ‘অ’ স্বরবর্ণ পাই , তাই শেষের অংশটুকু হবে ‘অন্ত’ প্রথম অংশটি ‘দিগ’। বলা আছে ব্যঞ্জন লাইনের ৩য় বর্ণ হলে সেই লাইনের প্রথম বর্ণটি হবে )
সুবন্ত =সুপ+অন্ত
তদবধি =তৎ +অবধি
ণিজন্ত = ণিচ+অন্ত
সদানন্দ= সৎ +আনন্দ
খ এই সন্ধি কেবল ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনির মিলনে গঠিত সন্ধি ।
১ । দ  = ত ,চ  ,জ , ধ , ড       (তচ  ধজড)
যেমনঃ
বিপচ্ছায়া =   বিপদ + ছায়া      (      এখানে আমরা প্রথমে শেষের শব্দাংশটুকু বাচাই করব যেমনঃ ছায়া , তারপর প্রথম অংশ ‘বিপ’ এরপর বাকি থাকল ‘চ’    ১ং নিয়মে দেখানো হয়েছে   দ=চ । অতএব আমরা চ এরপরিবর্তে সন্ধিবিচ্ছেদে দ ব্যবহার করব )
তৎকাল =         তদ  +কাল
বিপজ্জাল =   বিপদ   +জল 


আর পড়ুন 
সন্ধির নিয়ম দিয়ে সহজে সন্ধি শিখুন

২। ত = দ ,  ল,  চ,  ট ,  ধ ,  জ ,    (দল চট ধজড )
  কিভাবে করব ----- এখানে আমরা ‘উচ্ছেদ’ সন্ধির প্রথমে শেষের শব্দাংশটুকু বাচাই করব যেমনঃ ছেদ  , তারপর প্রথম অংশ ‘উ’ এরপর বাকি থাকল ‘চ’    ২ং নিয়মে দেখানো হয়েছে   ত = চ । অতএব আমরা চ এর পরিবর্তে সন্ধিবিচ্ছেদে ত(ৎ)  ব্যবহার করব ।(ব্যঞ্জনসন্ধির সময় যুক্ত বর্ণের দিকে খেয়াল রাখতে হবে ) ভিডিও
যেমনঃ
 উচ্ছেদ = উৎ + ছেদ
সচ্চিন্তা =সৎ +চিন্তা 
বিপচ্চয় =বিপদ +চয়
কুজ্ঝটিকা = কুৎ+ঝটিকা
জগজ্জীবন = জগৎ+ জীবন
উড্ডীন =  উৎ +ডীন
উল্লাস = উৎ +লাস
উদঘাটন =উৎ +ঘাটন 
ক্ষুৎপিপাসা =  ক্ষুধ +  পিপাসা
 কৃষ্টি  = কৃষ +তি
 ৩।  ম = ং ,  নাসিক্য বর্ণ (  ঙ , ম ,ন , ণ ,ঞ অর্থাৎ বর্গের শেষ বর্ণ )  
যেমনঃ 
সংবাদ = সম +বাদ  
সংসার = সম +সার
সঞ্চয় =  সম +চয়      (এখানে ঞ্চ=ঞ + চ ।  নিয়ম অনুযায়ী বিচ্ছেদের সময় ‘ঞ’ এর স্থানে ‘ম’ বসানো হয়েছে )
সন্তাপ = সম +তাপ
শঙ্কা = শম +কা
সন্ন্যাস = সম +ন্যাস
৪। শ=ছ ,হ=ধ
যেমনঃ     উচ্ছ্বাস =উৎ + শ্বাস
উদ্ধার =  উৎ+হার
উদ্ধত  = উৎ+ হত      

গ এই সন্ধি স্বরধ্বনি + ব্যঞ্জন ধ্বনির মিলনে গঠিত সন্ধি ।
১। ‘চ্ছ’ যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি কোন স্বরধ্বনি থাকে তাহলে চ্ছ – এর চ লোপ পায় । 
কথাচ্ছলে = কথা + ছলে ,      (এখানে ‘কথা’ শব্দের সঙ্গে ‘আ’হচ্ছে স্বরধ্বনি এবং ‘চ্ছ’ ব্যঞ্জনধ্বনি  )
 পরিচ্ছেদ = পরি + ছেদ
( অন্যভাবে  ছ – এর পূর্বে কোন স্বরবর্ণ থাকলে ছ আগে চ হয় , অর্থাৎ চ্ছ )
যেমনঃ বিচ্ছিন্ন = বি +ছিন্ন
অনুচ্ছেদ =অনু+ছেদ
মুখচ্ছবি = মুখ+ছবি
বুজতে না পারলে কমেন্ট করুন




Post a Comment

0 Comments