পিপাসা
সমুদ্র তীরেরে তপ্ত বালিয়ারির মত
যুগান্তরে চেয়ে থাকি
আসিবে কী ! তুমি সমুদ্রের সপেন হয়ে
রিক্ত হৃদয়ে খানিকটা সিক্ততা দানে ।
তোমার আগমনী ধ্বনি
হৃদয়ে বাজে বসন্তের বাণী
তোমার বিরহে প্রকৃতি সাজে মরুভূমি
মরুতে বাচাতে প্রাণ চেয়েছি তোমার ত্রাণ
তুমি আসবে বলে
চৈতের দুপুরে চাতকের হৃদয়ে
হঠাত দিয়ে যাও উকি
।
দেখিতে তোমারে
অপেক্ষায় প্রহর বাড়ে যত
হৃদয়ে বাড়ে যন্ত্রণার ক্ষত
দেরিতে হলেও এসেছিলে তুমি
কদম ফুল কুন্তলে দিয়ে ,
কখনও বৃষ্টিতে ভিজে
পথের ধারে উদাম শনের নীরে
বালিয়ারির প্রাণ এসেছে ফিরে ।
তোমারি অজান্তে তুমি দিয়েছ
মোরে প্রাণ মুচকি হাসি হেসে ,
দিন যায় ক্ষণ যায় বদলায় বায়ু
তুমি বিহনে ক্ষীণ হয় আয়ু
তোমাতে ছাড়া আমি মৃত্তিকার ধূলিকণা
উড়ে বেড়াই ভবেতে
তোমার ঠোটের পালিশে
যাই আমি মিশে ।
0 Comments