ব্লগে পোস্ট করার নিয়ম


ব্লগ  এর পোস্টকে সঠিক ও সুন্দর সাজাতে কিছু নিয়ম জানতে হয় এবং seo friendly পোস্টের জন্য post setting সম্পর্কে জানতে হয় ।আজকের এই লেখায় ব্লগ পোস্টের নিয়মগুলো আমরা জানব । ব্লগ তৈরী সম্পর্ক যারা জানতে চান তারা আমার এই লিংক থেকে ঘুরে আসতে  পারেন ।  চলুন দেখা যাক (বিশেষ করে নতুনদের জন্য)



Post Title

এখানে আপনার পোস্টের টাইটেল লিখুন। মনে রাখবেন পাঠক যেন টাইটেল দেখেই বুঝতে পারে আপনার পোস্টের বিষয়।আমার মতে টাইটেল যত ছোট হয় ততই ভালো।
এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ ।একটি পোস্টের টাইটেলের মাধ্যমে  সমগ্র আর্টিকেলের সারমর্ম বা সারসংক্ষেপ বোঝা যায় । পোস্টের টাইটেলের মাধ্যমে কোন পোষ্টের মধ্যে কি আছে বা পোষ্টটি কতটুকু গুরুত্বপূর্ণ হবে তা সংক্ষেপে অনুধাবন করা যায়। যেভাবে একজন ভিজিটর পোস্টের টাইটেল দেখে পোস্টটির গুরুত্ব সম্পর্কে বুঝতে পারেন, ঠিক তেমনি সার্চ ইঞ্জিন বট পোস্টের টাইটেল দেখে সমগ্র আর্টিকেলের গুরুত্ব অনুধাবন করতে পারে। এ ক্ষেত্রে আপনি পোস্টের টাইটেল যত ভাল মানের Keywords এর সমন্বয়ে সাজিয়ে গুছিয়ে তৈরী করতে পারবেন, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে তত উপরে অবস্থান নিতে সক্ষম হবে। এখানে বলে রাখা ভাল যে, সার্চ ইঞ্জিন থেকে একটি ব্লগে যে পরিমান ভিজিটর আসে, তার প্রায় ৮০%  Post Title দেখে আসে ।


এটা হচ্ছে টুলবার


আপনার টুলবারের উপর মাউসের কার্সর রাখলে টুলবারটি যে নামে তা দেখতে পারবেন । 

BOLD

B দিয়ে আপনি লেখা বোল্ড করতে পারবেন । আপনি কীবোর্ড এর Ctrl+B চাপ দিয়ে লেখা বোল্ড করতে পারবেন ।তবে লেখাকে বোল্ড করবেন তা সিলেক্ট করে নিতে হবে ।  দেখুন আমি আমার লেখাগুলো বোল্ড করে লিখছি ।

Italic

ইটালিক হচ্ছে লেখা একটি নির্দিষ্ট স্টাইল । আপনি উপরের  I ব্যবহার করে একটি সাধারন লেখাকে ইটালিক লেখায়  রূপান্তর করতে পারবেন । এছাড়া আপনি কীবোর্ডের Ctrl+I দিয়েও একটি সাধারন লেখাকে ইটালিক লেখায় রূপান্তর করতে পারবেন । এখানেও লেখাকে সিলেক্ট করতে হবে । 

Underline

কোন লেখার নিচে লাইন বসাতে এটি ব্যবহার করা হয় । যেমনঃ আন্ডারলাইন । এটি ব্যবহার করা অত্যন্ত সহজ এটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে লেখাটির নিচে Underline বসাতে চান সেই লেখাটি ।তারপর উপরে U ক্লিক করুন তাহলে লেখাটির নিচে Underline বসে গিয়েছে ।

Strikethrough

অবচ্ছেদন হচ্ছে আপনি যে লেখাটি লিখবেন সেই লেখাটি যদি কোন রুপ ভুল হয় তাহলে তাহা ডিলেট না করে তাহার মাঝ বরাবর একটি আচ্ছাদন দেয়া ।আপনি উপরের ABC ব্যবহার করে একটি সাধারন লেখাকে অবচ্ছেদন লেখায় রূপান্তিরত করতে পারবেন ।

Text color

এর দ্বারা text কে বিভিন্নভাবে সজ্জিত করা যায় । তবে যে অংশটিকে সজ্জিত করতে চান সেটি সিলেক্ট করে নিতে হবে । প্রথমে আপনি যে লেখা গুলো রঙ দ্বারা সাজাবেন সেই লেখা গুলো সিলেক্ট করুন ।অতপর আপনি উপরে A চিহ্নিত স্থানে ক্লিক করুন দেখুন । আর পছন্দমত রঙ এর উপর ক্লিক করুন ।

 link

এটি দ্বারা আপনি বিভিন্ন প্রকার লিংক যুক্ত করতে পারবেন ।প্রথমে আপনি যে ইমেজ কিংবা লেখা লিংক হিসেবে ব্যবহার করতে চান প্রথমে আপনি সেই ইমেজ কিংবা লেখা সিলেক্ট করুন ।এই বার আপনি  link এ  ক্লিক করুন ।এখন আপনি দেখবেন যে একটি পেজর আগমন ঘটেছে । আপনি তখন url এর জায়গায় আপনার লিংক টি বসাবেন। মনে রাখবেন যে ঐ খানে একটিhttp// থাকবে আপনার ওইটি রিমুভ করতে হবে ।অথবা  ঐটার উপরেই লিংক বসাবেন এবং add link বাটনে ক্লিক করবেন । তাহলেই আপনার লিংক সিলেক্ট হবে ।

Insert  image

এটা দিয়ে আপনি image আপলোড করতে পারবেন। উপরে ড্যাসবোর্ড এর image টি দেখুন। image আপলোড করতে প্রথমে Upload/Insert এ  ক্লিক করুন। একটি নতুন পেজ আসবে Select Files এ ক্লিক করে আপনার কাংখিত image সিলেক্ট করে ok ক্লিক করুন । এরপর  একটু নিচে দেখুন upload আছে ক্লিক করুন দেখুন image আপলোড হয়ে গেছে। তবে  আপনি যে স্থানে সিলেক্ট করবেন বা কার্সর রাখবেন সেখানে ই image যুক্ত হবে।

Numbered list

কোন লেখার আগে যে একটি “1 ২ ৩ ব্যবহার করা হয়  তাকে সিরিয়াল বলা হয়।
এছাড়া আপনি কীবোর্ডের Alt+shift+O দিয়েও একটি সাধারন লেখার প্রথমে আপনি সিরিয়াল ব্যবহার করতে পারবেন ।
                                                                                   
Bullet list

লেখার আগে যে একটি ডট ব্যবহার করা হয় তাকে বুলেট বলা হয়।
এছাড়া আপনি কীবোর্ডের Alt+shift+U দিয়েও একটি সাধারন লেখার প্রথমে আপনি বুলেট ব্যবহার করতে পারবেন । যেমনঃ

Quot

এটি দ্বারা  সাধারন লেখার প্রথমে আপনি কোটেশন ব্যবহার করতে পারবেন।

align lift/right/ center

এটির সম্পর্কে আপনাদের সকলের কম বেশি ধারনা আছে । এটি দ্বারা আপনি আপনার লেখাটি নিদিষ্ট একটি সারিতে স্থাপন করতে পারবেন ।এর জন্য আপনাকে প্রথমে আপনার লেখাটি সিলেক্ট করতে হবে । অতপর আপনি যদি আপনার লেখাটি left এ  নিতে চান তাহলে আপনি Align left এ ক্লিক করুন কিংবা Alt+Shift+L চাপুন । যদি রাইটে নিতে চান তাহলে Align right এ ক্লিক করুন কিংবা Alt+Shift+R চাপুন ।যদি আপনার লেখাটি সেন্টারে রাখতে চান তাহলে Align center এ ক্লিক করুন কিংবা Alt+Shift+C চাপুন তাহলেই দেখবেন যে আপনার লেখাটি আপনার ইচ্ছা মত তার স্থান পরিবর্তন করছে ।

 Spell checker

নামের মাধ্যমে নিশ্চয় বুজতে পারছেন যে এটির কাজ কি ? হ্যা ঠিকই ধরেছেন এটি  ইংরেজি বানান সঠিক কিনা তাহা বলে দিবে । এটি কিভাবে ব্যবহার করবেন ? এটি ব্যবহার করা অন্তত্য সহজ উপরে Spell checker এ ক্লিক করুন । তাহলে দেখবেন একটি ভাষার লিস্ট নেমে আসছে । এই বার ঠিক করুন আপনার কোন বানানটি চেক করবেন তাহলেই হল ।


Remove formatting

এটি নিশ্চই  বুজতে পারছেন যে এটির কাজ কি ? এটি দিয়ে আপনি আপনার লেখাটির বিন্যাস অপসারণ করতে পারবেন । আপনি লেখা কালার করেছেন কিন্তু আপনি কিছু সময়  চাচ্ছেন যে আপনার লেখাটির কালার রিমুভ করতে হবে  । তাহলে আপনি আপনার ঐ লেখাটি সিলেক্ট করুন । অতপর আপনি Remove formatting এ ক্লিক করুন এবং দেখুন আপনার লেখাটি এখন আর কালার দেখা যাচ্ছে না ।

                        
undo/redo

এটির নামে নিশ্চয় ধারনা করতে পারছেন যে এটির কাজ কি ? কিভাবে ব্যবহার করতে হয় । Undo ব্যবহার করে আপনি আপনার লেখার আগের অবস্থায় ফিরে জেতে পারবেন । আবার Redo ব্যবহার করে আপনি আপনার লেখার নতুন অবস্থায় ফিরে আসতে পারবেন। এটি ব্যবহার করতে হলে প্রথমে আপনার লেখাটি সিলেক্ট করতে হবে । অতপর আপনি ঠিক করবেন যে আপনি আপনার লেখার কোন অবস্থায় যাবেন ।আবার কোন লেখা ভুলবশত ডিলিট হলে undo করে তা ফিরিয়ে আনা যায়  ।

টুলবার এর পরিচিতি শেষ ।


 Categories/ Lebel

ক্যাটাগরি/লেবেল আপনাদের টিউন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারন আপনি যদি সঠিক ক্যাটাগরি নির্বাচন না করেন তবে আপনার লেখাটি নির্ধারিত পেজে দেখা যাবে না । আপনি যে বিষয়ের উপর লেখবেন আপনি সেই ক্যাটাগরি নির্বাচন করবেন ।

Schedule

এটি  অটোমেটিক সেট হবে । আবার এটাকে কাস্টমাইজও করা যায় ।

Permalink

এটি ব্লগের একটি গুরুত্বপূর্ণ অংশ । Permalink দ্বারা একটি seo friendly লিঙ্ক তৈরী করা যায় । Permalink কাস্টমাইজ করে ব্লগ লিংকটিকে একটি ইউনিক লিংক হিসেবে প্রস্তুত করা যায় । এজন্য কাস্টমাইজ অপসনে যান , সেখানে একটি ফাকা ঘর আসবে সেখানে আপনার কিওয়ার্ড বসান । যদি কয়েকটি অক্ষরের সমন্বয়ে হয় তাহলে হাইফেন দিয়ে অক্ষর বসাতে হবে । তারপর done .

Location    

এটির মাধ্যমে আপনি আপনার ব্লগটিকে কোথায় দেখাতে চান তা সিলেক্ট করতে পারবেন ।

Search description

এটি  নির্বাচন একটি অন্তত্য গুরুত্বপূর্ণ কাজ । ট্যাগ নির্বাচন করার কারন হচ্ছে আপনি একটি লেখা লিখার পর যদি আপনি ঐলেখাটি ট্যাগ না করেন তবে ঐ লেখাটি সার্চ দিয়ে পেতে কষ্টকর হবে ।তাই search description  এ সঠিক ট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করতে হয়।

Publish

এটির কাজ আমরা সকলেই জানি কিন্তু তবুও আজ আমি আপনাদের সাথে এটি নিয়ে একটু কিছু বলবো ।

Save/ Draft 

সাধারণত দেখা যায় যে আমরা একটি টিউন এক বারে সমাপ্ত করতে পারি না । তখন এটি আমাদের অনেক কাজে দেয় ।তখন যদি এটি দ্বারা সেভ করা হয় তাহলে আপনার লেখাটি যেভাবে রেখেছিলেন পরবর্তীতে সে রকমই পাবেন একটুও পরিবর্তন হবে না । আর যদি সেভ ড্রাফট দ্বারা সেভ রাখা না হয় তবে আপনি আপনার আগের লিখে রাখা লেখাটি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরত পাবেন না দেখবেন কিছু লেখা হাওয়া হয়ে গেছে ।

Preview

লেখাটি লেখার পর কেমন হয়েছে দেখতে চান । তখন আপনাদের সাহায্য করবে  Preview । এর  দ্বারা আপনি আপনার লেখাটি ব্লগে কেমন আসছে তা দেখতে পারবেন ।

Publish 

সব কিছু ঠিকঠাক থাকলে আপনি পাবলিশ বাটনে ক্লিক করলেই লেখাটি পাবলিশ হবে । 

[বিঃ দ্রঃ এখানে বুজতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ]

  

Post a Comment

11 Comments

  1. দারু সব টিপস ও ট্রিকস পেতে ভিজিট করুন ➡ www.ittasnim.blogspot.com 🔴🔵🔵

    ReplyDelete
  2. কার্যকরী পোস্ট

    ReplyDelete
  3. মধু ক্রয় করতে পারেন
    শুটকি মাছ
    ০১৮৩৯৫০২৮১৩

    ReplyDelete
  4. ফোন দিয়ে blog চালানো যাবে?

    ReplyDelete
  5. ফেসবুকের মতোই বাংলাদেশী সোস্যাল নেটওয়ার্ক “মুখচ্ছবি”

    সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আজকের এই টিউন…

    শিরোনাম দেখে হয়তো বা বুঝে গেছেন আমি কি বিষয়ে লিখতে শুরু করেছি…. হ্যা আমি বাংলাদেশী একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইটের কথা বলছি… যেটা হুবহু ফেসবুকের মতো… ছবিতে দেখুন



    ফিচার সমূহ: মুখচ্ছবি তে রয়েছে অসংখ্য ফিউচার যার মধ্যে অন্যতম :

    সহজে সাইন আপ সুবিধা
    শেয়ারিং
    টাইমলাইন ও ট্যাগিং
    ফটো শেয়ারিং
    ভিডিও শেয়ারিং
    ইনস্ট্যান্ড চ্যাটিং
    গ্রুপ চ্যাটিং
    ইনস্ট্যান্ড কলিং
    গ্রুপিং
    কোশ্চেনিং
    আনসারিং
    ইউজার রেংকিং
    ও আরও নতুন নতুন ফিচার
    এখন জানাছি সেই সাইটের নামঃ মুখচ্ছবি

    লিংকঃ https://mukhocchobi.com

    সাইন আপন করার নিয়ম:

    ঠিকানাটিতে প্রবেশ করলেই একটি সাইন আপ ফরম আসবে, সেটা যথাযথ ভাবে পূরণ করে, আপনার মেইলের ভেরিফিকেশন লিংকে ক্লিক করে ভেরিফাই করার পর পরেই সঠিক ভাবে আপনি আপনার অ্যাকাউন্টি চালাতে পারবেন…। আরও ভালো ও চমপ্রদভাবে চালানোর জন্য আপনারদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং সাইন আপ করান, তাহলেই তো জমে উঠবে বন্ধুত্বের আড্ডাখানা।

    এই সাইটির বিষয়ে কোন মতামত থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, ইনবক্স করতে সাইন আপ করার পর সার্চ বক্সে লিখুন (হেলাল উদ্দীন জহির) তা হলে আমার প্রোফাইল চলে আসবে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। ভালো লাগলে অবশ্যই ব্যবহার করবেন এবং শেয়ার করবেন। আপনারা শেয়ার করলেই কেবল মাত্র আরও নতুন নতুন ফিচার যোগ করার অনুপ্রেরণা পাবো ইনশাহ্আল্লাহ্।A


    সবার সু-স্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

    কোন ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

    https://mukhocchobi.com/?status/568-568-1549039824/

    ReplyDelete
  6. www.technicalhelpbd.ml সাইটে গিয়ে যেকোন ট্যাকনিক্যাল সমস্যার সমাধান করতে পারবেন

    ReplyDelete
  7. চাকরীর বিজ্ঞপ্তি পেতে। এখনই ভিজিট করুন
    www.ejobbd.net

    ReplyDelete
  8. ভালোবাসার বিভিন্ন সমস্যার সমাধান পেতে এখুনি ভিজিট করুন -
    https://janaajana24.blogspot.com/

    ReplyDelete