চন্দ্রিমা




খুঁজেছি তোমারে আমি
গোধূলির পূর্বাহ্নে তটিনীর তীরে ,
     যেখানে দক্ষিণা মলয়ে
           কাশফুল কেলি করে ।
খুঁজেছি তোমারে আমি
     নগর বন্দর সমূদ্র তীরে ।  
কখনও লীলা কীর্তনের
              দর্শনাথীর ভিড়ে ।
হয়নি দেখা অতৃপ্তির নীরে
     এসেছিনু রিক্ত হৃদয়ে ফিরে ,
   হতাশার দংশনে ক্লান্ত হৃদয় ।
         অসাড় ক্লান্ত শরীরে
আমি এক উড়ন্ত ভস্ম ।
          যুগান্তরে ফিরিলাম গৃহে
তুমি ছিলে মোর গায়ে ।
   চারিদিকে সবুজের শস্য ক্ষেত
          বর্ষায় ভরা নদী ।  
 শুন্য হৃদয়,  দূর আকাশে
       শুনি ঘরে ফেরা পাখির ডাক ।
এমনি সময় দেবদারু পল্লবের ফাকে
       চন্দ্রিমার আলো কুয়াশায় ভিজে
         তুমি এসেছিলে, করেছিলে পথ রোধ
শূন্যতার হৃদয় ক্ষণিকের তরে
   হারিয়েছিল বোধ ।
আজও ক্ষণে ক্ষণে আস তুমি
      হাজার বছরের প্রতিক্ষায় আমি   
প্রতি প্রাতে সকাল সন্ধ্যা রাতে  
   চন্দ্রিমা তুমি !  

Post a Comment

0 Comments