ল্যাপটপের ড্রাইভার সমস্যার সমাধান

ল্যাপটপ ভালোভাবে  কাজ করচ্ছে না ? চিন্তা করছেন উইন্ডোস বা সেট আপ দিবেন কিন্তু খেয়াল করছেন  আপনার  ল্যাপটপের চালক (Driver) আছে কি? ড্রাইভার ছাড়া ল্যাপ্টপ অচল । আবার কোন কারনে ড্রাইভারের সমস্যা বা সেট আপ দেওয়ার পর ড্রাইভার ভালোভাবে নিচ্ছে না । যদি এমন কোন সমস্যায় পড়ে
থাকেন  তাহলে কি আপনি সরাইখানার কথা ভাবছেন ?  তবে পোস্টটি যদি পড়েন তাহলে আপনাকে  সরাইখানায় নিয়ে যেতে হবে না । আজ আমি সেই বিষয়গুলোই আমার অবিজ্ঞতার আলোকে পর্যায়ক্রমে তুলে ধরছি  …


ল্যাপটপ কেনার বেশ কিছুদিন ভালোই চলছিল কিন্তু হঠাত কি যেন সমস্যা হল অর্থাৎ কাজ করে আরাম পাওয়া যাচ্ছিল না । ল্যাপটপের গতি কমে যায় , মাঝে মাঝে হ্যাং হয় , অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে থাকল ।  আগে থেকেই ডেস্কটপ কম্পিটার সেট আপ দেওয়ার অভিজ্ঞতা ছিল । তাই দেরি নাকরে বাজার থেকে ডিস্ক কিনে নিয়ে এসে সেট-আপ দেওয়া শুরু করলাম । উইন্ডোস সেট আপ শেষ ।  কিমতু বিপত্তি ঘটে গেল এখন কারন ড্রাইভার ফাইল নিজের অজান্তেই ডিলিট  হয়ে গেছে । কোন সফটওয়ার ইন্সটল নিচ্ছে না । পরিচিতদের কাছ থেকে ড্রাইভার ফাইল নিয়ে আসলাম কিন্তু কাজ হচ্ছে না । পরে অন্য কম্পিউটার থেকে  ড্রাইভার ফাইলস ডাউনলোড করে  সেট-আপ কাজ সম্পন্ন করেছিলাম । আজ আমি সেই অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করছি -  


যারা নতুন ল্যাপটপ ব্যবহার করেন তাদের অনেকেই Driver কি ,কিজন্য ব্যবহার হয় তা জানেন না । আবার অনেকে আছেন ল্যাপ্টপ কেনার সময় ড্রাইভে যে Driver ডিস্ক দিয়েছিল তা অপ্রয়োজনীয় মনে করে এক ক্লিকে ডিলিট করে  দিয়েছেন । অনেক laptop  ব্যবহারকারী Driver এর গুরুত্ব বুঝে না ।  বিভিন্ন কারনে যখন laptop set up দিতে হয় বা  দেওয়ার প্রয়োজন হয় তখনই এর গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা জন্মে ।


অনেকেই প্রথম উইন্ডোস দেওয়ার পর খেয়াল করেন যে laptop সঠিকভাবে কাজ করছে না । এর ফলে দেখা যাবে ভালো করে ভিডিও দেখা যাচ্ছে না , ভাল গান শোনা যাচ্ছে না , স্লিপ মুড কাজ করচ্ছে না , মডেম বা ওয়াই-ফাই পাচ্ছে না  , প্রিন্টার কাজ করে না ইত্যাদি নানাবিধ সমস্যা ।
সমস্যা সমাধানের জন্য অনেকে অন্যের ধার করা ড্রাইভার দিয়ে কাজ সারতে চায় কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় না ।আবার অনেকে বিভিন্ন সাইট থেকে ড্রাইভার ডাউলড করেন । তা দিয়েও ল্যাপটকে আগের মত অবস্থায় ফিরে আনা সম্ভব হয় না । কারন হচ্ছে সব মাদারবোর্ডে সব ড্রাইভার (ব্যাকডেটেট ড্রাইভার ,আরও অনেক কারনে ) গ্রহন করে  না ।  একেক ধরনের মাদারবোর্ডের জন্য একেক রকমের ড্রাইভার আছে । তাই সব ধরনের ড্রাইভার সব ধরনের মাদারবোর্ডে ইন্সটল নেয় না ।  আরও রয়েছে ব্রান্ডের সমস্যা । সমস্যা রয়েছে বিটে ,(যেমন ৩২ বিট ,৬৪ বিট )।  বিভিন্ন কারনে সবধরনের ল্যাপ্টপের মাদারবোর্ডে সবধরনের ড্রাইভার নেয় না । 


কিন্তু তাই বলে কি থেমে থাকব ? না , সমস্যা যেমন আছে তেমনি সমাধানও আছে । অনেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বেছে বেছে একটা একটা করে ড্রাইভার ডাউনলোড করে তাতে অনেক সময়ের প্রয়োজন ।
এই কাজটি আমরা কি কোন সফটওয়ারের মাদ্যমে করতে পারিনা । হ্যা অবশ্যই । এই সফটওয়ারটি নিজেই লেটেস্ট ভার্সনগুলো খুজে খুজে ডাউনলোড করে ইন্সটল করে দেয় । এমন অনেক সফটওয়ার আছে । তবে আমি যে সফটওয়ারের সাথ আপনাদের পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে Driver Pack Solution   . Driver Pack Solution    এখানে গেলে আপনি পাবেন দুই ধরনের সুবিধা । একটি Driver Pack  online। যেট ইন্সটলের মাধ্যমে আপনার পিসির সবধরনের ড্রিভার আপডেট করে রাখতে পারবেন । এই সফটওয়ারটি লেটেস্ট ধরনের এবং আপনার পিসিতে পারফেক্ট ড্রাইভারগুলো আপনার পিসিতে ইন্সটল করে দিবে । দ্বিতীয়টি Driver Pack full .  ekhane apni সব্অধরনের ড্রাইভার পাবেন যার সাইজ প্রায় ১২ জিবি এটা ডাউনলোড করে রাখলে পরবর্তীতে নেট কানেক্ট ছাড়াও কাজ করবে । গুগলে Driver Pack Solution     লিখে সার্চ দিন এবং  ডাউনলোড করে ইন্সটল করুন । সাধারন সফটওয়ারে মতই ইন্সটল হবে ।







তবে আমার মতে Driver Pack full ই ব্যবহার করা ভালো । এতে আপনার ডাউনলোদকৃত ফাইলটি সংরক্ষনে রেখে পরবর্তীতে যখনি সেট আপ দিবেন তা ব্যবহার করতে পারবেন । তাছাড়া সেট আপ বা উইন্ডোস দেওয়ার পর ড্রাইভার ছাড়া পিসি অচল ,তখন আপনি সংরক্ষিত Driver Pack full
 ব্যবহার করতে পারবেন ।  




Install everything এ ক্লিক করলে ্‌, হবে । আরও সুবিধা আছে সফটওয়ার ইন্সটল দেওয়া যায় এর মাধ্যমে । driver এর নিচে  software ক্লিক করলেই প্রয়োজনীয় সফটওয়ার দেখাবে যেগুলো প্রয়োজনীয় সেগুলো টিক মার্ক করে ইন্সটল ক্লিক করলেই ইন্সটল শুরু হবে ।  ভিডিওতে   আরও জানতে 


Post a Comment

0 Comments