How to easily Recover deleted files from Laptop/Computer/Memory Card/Pen Drive - Bangla

আমরা কখনও কখনও ল্যাপটপ , কম্পিউটার ,স্মার্ট ফোনে কাজ করতে গিয়ে নিজের অজান্তেই আমাদের কিছু গুরুত্বপূর্ন ফাইল,ছবি ,ভিডিও  ডিলিট করে ফেলি । ডিলিট হয়ে গেলে হতাশ হয়ে যাই । আবার একটু সিস্টেম জানা থাকলে , তা কোন ব্যপার না । তা যদি ফরম্যাটও হয়ে যায় ।

সেজন্য প্রয়োজন শুধু একটি মাত্র সফটওয়ার । আর কিছু কৌশল । কৌশলটা আবার জটিল কিছু নয় । সফটওয়ারটির নাম হচ্ছে recuva । ইচ্ছা করলে ভিডিও টি দেখে নিতে পারেন । সফটওয়ারটি ইন্সটল করে ডিলিট হয়ে যাওয়া ড্রাইভটি ধরিয়ে দিয়ে next button চাপলেই scan এর মাধ্যমে আপনার হারানো ফাইলগুলো screen এ শো করবে । যে ফাইল্গুলো আপনার প্রয়োজন সেগুলো টিক মার্ক করে Browse ক্লিক করলেই ফাইল্গুলো রিকভারি হবে । সেগুলো আপনার সুবিধামত জায়গায় সংরক্ষ্ণ করতে পারবেন । ধন্যবাদ 

Post a Comment

0 Comments