অনেক সময় আমরা কোন কিছু লিখে সার্চ প্রচুর
সংখ্যক জবাব পাই । কাঙ্খিত জিনিস ছাড়াও আরও অনেক কিছু দেখতে পাই । এগুলোর অনেকগুলোই
অপ্রয়োজনীয় । সবগিলো লিংক সার্চ করা বোকামী । তাতে প্রচুর সময় নষ্ট হয় ।
দ্রুত সার্চিং এর জন্য আমরা কিছু চিহ্ন বা ক্যারেক্টর
ব্যবহার করতে পারি । এরফলে স্বল্প সময়ে কাঙ্খিত
ফল পাওয়া সম্ভব ।
ডাবল
কোটেশন (“ ”) চিহ্নের ব্যবহারঃ
এই চিহ্নটি ব্যবহার করে কোন বিষয়ে কার্যকর এবং নির্দিষ্ট
অনুসন্ধান করা যায় । যে বিষয়ের উপর অনুসন্ধান করতে চান , সেটি কোটেশন চিহ্নের মধ্যে
রাখা হলে সার্চ ইঞ্জিন কোটশনের পুরো লাইন বা
একাংশকে খুজবে । ধরা যাক , কেউ ল্যুভর মিউজিয়াম (Louvre Museum )খুজছে । তাহলে Text বক্সে “
Louvre Museum ” লিখে ক্লিক করতে হবে
। কোটেশন চিহ্নের মধ্যে রেখে ….
OR
ব্যবহার করে সার্চিংঃ
কিছু সেনটেন্সে এ or ব্যবহার করে দ্রুত সার্চ করা যায়
। যেমন – কেউ যদি আমেরিকা বা কানাডা চাকুরি খুজে ,সেক্ষেত্রে Job America Or
Canada লিখে সার্চ করলে আমেরিকা ও কানাডার
জব সংক্রান্ত ওয়েব সাইডগুলোর তালিকা সামনে হাজির হবে ।
মুখে বলে ও ইমেজ বা ছবি দিয়ে সার্চঃ
গুগলের আরও কিছু এডভান্স ফিচার যোগ হয়েছে ,যেখানে মুখ দিয়ে যে শব্দ উচ্চারণ হবে তাই আপনার সামনে হাজির হবে । এমনকি কোন বস্তু , প্রাণী বা ব্যক্তির ছবি দিয়ে সার্চ করলেও কাংখিত বস্তু , প্রাণী বা ব্যক্তি এসে হাজির হবে আপনার সামনে ।
আরও জানতে ...
মুখে বলে ও ইমেজ বা ছবি দিয়ে সার্চঃ
গুগলের আরও কিছু এডভান্স ফিচার যোগ হয়েছে ,যেখানে মুখ দিয়ে যে শব্দ উচ্চারণ হবে তাই আপনার সামনে হাজির হবে । এমনকি কোন বস্তু , প্রাণী বা ব্যক্তির ছবি দিয়ে সার্চ করলেও কাংখিত বস্তু , প্রাণী বা ব্যক্তি এসে হাজির হবে আপনার সামনে ।
আরও জানতে ...
AND
/NOT এর ব্যবহার ঃ
AND এর ব্যবহার অনেকটা + চিহ্নের
মত । কখনও যদি একই সঙ্গে ফুল ও ফল , উদ্ভিদ ও প্রাণী , গরু ও ছাগল ইত্যাদি সম্পর্কে জানতে বা খোজার প্রয়োজন হয় , তাহলে
– Animals AND Plants , Cows AND GOADS তারপর সার্চ । NOT এর ব্যবহার অনেকটা মাইনাস
(-) চিহ্নের মত ।
ক্যালকুলেশনঃ
আমরা গুগলের সার্চ বারকেই
ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারি । টেক্স বক্সে যেকোন হিসাব , যেমন – গুণ , ভাগ
,যোগ করা যায় । নিচে দেখুন -
প্লাস
চিহ্ন (+) ব্যবহার করে সার্চঃ
+
চিহ্ন ব্যবহার করে সার্চ করলে কোন বিষয়ের প্রাসংগিক ফল পাওয়া
যায় । যেমন - History লিখে সার্চ করলে বিভিন্ন
দেশের ইতিহাস সম্পর্কিত ওয়েবসাইটএর তালিকা দেখাবে । But Bangladesh +History লিখলে
বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত সাইটগুলোর তালিকা দেখাবে । যেমন -
মাইনাস
চিহ্নের (-) ব্যবহার করে সার্চঃ
এই চিহ্নের ব্যবহার করে প্রয়োজনের অতিরিক্ত জিনিসকে বাদ
দেওয়া যায় । যেমন- প্রয়োজন হচ্ছে জব সারকুলার বা জব বিজ্ঞপ্তির কিন্তু সরকারী জব ছাড়া
। তাহলে –
কোন
লেখক সর্ম্পকে সার্চঃ
সার্চ বারে Author
স্পেস লেখকের নাম । যেমনঃ keats
কোন
কিছুর মূল্য বা রেট জানার জন্যঃ
টেক্স বারে কাংখিত বস্তু লিখে তিনটি ডট (…)তারপর মূল্য
যত থেকে যত । যেমন –HP laptop 30000… 40000
অপরিচিত
নাম্বারের ঠিকানা জানাঃ
১
। অপরিচিত ফোন
নাম্বারের ঠকানা বের করতে হলে –সার্চ বারে phonebookঃনাম্বার লিখে
সার্চ ।
২ । কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফোন নাম্বারের জন্য -–সার্চ বারে phonebookঃ ব্যক্তি
বা প্রতিষ্ঠানের নাম ।
লাইভ
ওয়েব ক্যাম্পঃ
এর সাহার্যে পৃথিবির ট্রাফিক মোড়এর লাইভ ভিউ ।যেমনঃ
inurl:vew
সমার্থক
শব্দ খোঁজার জন্যঃ
সমার্থক শব্দ খুঁজতে হলে সার্চ বারে – define:word (যেমন
- defineঃ beautiful )
Converter :
সার্চঃ 63f to Celcius
Time :
সার্চঃ Time
space city . যেমনঃ time Dhaka
Spell:
সার্চঃ Spell:word
Weather :
সার্চঃ weather:dhaka
0 Comments