যেভাবে একটি ফ্রিতে খুব সহজেই Blogsite/website বানানো যায় সেই সম্পর্কে আজকের এই পোস্ট । এটি একটি খুব সহজ কাজ । আজ আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয় নিয়ে পুঙ্খানু পুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব ।এজন্য আরটিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে । তাহলে শুরু করা যাক । এজন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন তাহল একটি gmail account . একটি gmail account যদি না থাকে তাহলে তা তৈরী করে নিতে হবে । আমার মনে হয় আপনারা এই কাজটি করতে পারবেন । আর যদি থাকে তাহলে তো সমস্যাই নেই । gmail account টি প্রথমে লগিন করে নিতে হবে । তারপর www.blogger.com এই লিংকে প্রবেশ করলে যে পেজটি আসবে সেখানে create your blog বাটনে কার্সর রেখে ক্লিক করলে Blogsite/website তৈরীর একটি নতুন উইন্ডো চলে আসবে ।
সেখানে tittle এর ফাকা ঘরে আপনার
একটি পছন্দমত নাম দিন । নিচের ফাকা ঘরে address বার যেখানে শেষের দিকে .blogspot.com / সম্পর্ন ফাকা
আছে তার পূর্বে আপনার সাইটের domain name অর্থাৎ যেটা আপনি পছন্দ করেছেন তা দিন । এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন । আপনার পছন্দমত
নাম প্রথমে নাও নিতে পারে । কারণ সেই নামে যদি কেউ আগে কোন সাইট খুলে থাকে । সেক্ষেত্রে
আপনাকে কিছু ফ্রন্ট পালটানো লাগতে পারে অথবা অন্য কোন নাম পছন্দ করতে হবে । এভাবে আপনার
পছন্দের নামটি লিখেলে একটু অপেক্ষা করলেই জানতে পারবেন আপনার ডোমেইন নেমটি গ্রহন করা
হয়েছে কিনা । সেটি নিচে খেয়াল করলে বুজতে পারবেন ।
চিত্রঃ
This blog address is
available যখন দেখতে পারবেন তখন বুজবেন আপনার ব্লগ address টি গ্রহন করা হয়েছে । এরপর
আপনার পছন্দমত একটি টেমপ্লেট বাছাই করে নিতে হবে । প্রথমে যেকোন একটি template বাছাই
করে নিলেই হবে । কারন পরবর্তীতে তা যেকোন সময় পরিবর্তন করা যাবে । address বারে নামটি গ্রহন
করলে বুজবেন যে আপনি একটি
Blogsite/website এর মালিক হয়ে গেছেন ।
আপনার এখন article/লেখা post করার পালা । পোস্টের নিয়ম জানতে । নির্ধারিত gmail account টি লগিন
অবস্থায় এখন www.আপনার পছন্দকৃত নামটি.blogspot.com অথবা www.blogger.com এই link এন্টার করলেই একটি নতুন উইন্ডো চলে আসবে ।
সেখানে বাম পাশে উপরে new post এ ক্লিক করলেই লেখা প্রকাশের নির্ধারিত স্থান দেখা যাবে । সেখানে আপনার ইচ্ছামত লেখা লিখুন । তারপর ডানে উপরের দিকে সেভ অথবা publish button ক্লিক করলেই লেখাটি
publish হবে । এবার আপনি বাম পাশে vew blog ক্লিক করুন । তাহলেই আপনি আপনার প্রকাশিত
লেখাটি দেখতে পারবেন ।
বিঃ দ্রঃ সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ।
6 Comments
সুন্দেরবন এর মধু সুটকি বিক্রয় করা হবে অ্যান্ড বাসায় পোছানো হবে
ReplyDeleteসুন্দেরবন এর মধু সুটকি বিক্রয় করা হবে অ্যান্ড বাসায় পোছানো হবে
ReplyDeleteএকদম ঠিক
ReplyDeleteদারুন একটি তথ্যপূর্ণ পোস্ট।
ReplyDeleteজেনে নিন কিভাবে ওয়েবসাইট খোলা যায় । এবং কামান মাসে $১০০০ ডলার।
পোস্টটি ভালো লাগলো
ReplyDeleteজেনে নিন কিভাবে ওয়েবসাইট খোলা যায় । এবং কামান মাসে $১০০০ ডলার।
ধন্যবাদ
ReplyDelete