কিভাবে একটি ওয়েবসাইট খোলা যায়


যেভাবে একটি ফ্রিতে খুব সহজেই Blogsite/website বানানো যায়  সেই সম্পর্কে আজকের এই পোস্ট । এটি একটি খুব সহজ কাজ । আজ আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয় নিয়ে পুঙ্খানু পুঙ্খভাবে তুলে ধরার  চেষ্টা করব ।এজন্য আরটিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে ।  তাহলে শুরু করা যাক । এজন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন তাহল একটি gmail account . একটি gmail account যদি না থাকে তাহলে তা তৈরী করে নিতে হবে । আমার মনে হয় আপনারা এই কাজটি করতে পারবেন  । আর যদি থাকে তাহলে তো সমস্যাই নেই । gmail account  টি প্রথমে  লগিন  করে নিতে হবে । তারপর  www.blogger.com   এই লিংকে প্রবেশ করলে যে পেজটি আসবে সেখানে create your blog   বাটনে কার্সর রেখে ক্লিক করলে  Blogsite/website তৈরীর একটি নতুন  উইন্ডো  চলে আসবে । 

 সেখানে tittle এর ফাকা ঘরে আপনার একটি পছন্দমত নাম দিন । নিচের ফাকা ঘরে address বার  যেখানে শেষের দিকে .blogspot.com / সম্পর্ন ফাকা আছে তার পূর্বে আপনার সাইটের domain name অর্থাৎ যেটা আপনি পছন্দ করেছেন তা  দিন । এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন । আপনার পছন্দমত নাম প্রথমে নাও নিতে পারে । কারণ সেই নামে যদি কেউ আগে কোন সাইট খুলে থাকে । সেক্ষেত্রে আপনাকে কিছু ফ্রন্ট পালটানো লাগতে পারে অথবা অন্য কোন নাম পছন্দ করতে হবে । এভাবে আপনার পছন্দের নামটি লিখেলে একটু অপেক্ষা করলেই জানতে পারবেন আপনার ডোমেইন নেমটি গ্রহন করা হয়েছে কিনা । সেটি নিচে খেয়াল করলে বুজতে পারবেন ।

চিত্রঃ 

 This blog address is available যখন দেখতে পারবেন তখন বুজবেন আপনার ব্লগ address টি গ্রহন করা হয়েছে । এরপর আপনার পছন্দমত একটি টেমপ্লেট বাছাই করে নিতে হবে । প্রথমে যেকোন একটি template বাছাই করে নিলেই হবে । কারন পরবর্তীতে তা যেকোন সময় পরিবর্তন করা যাবে । address বারে  নামটি গ্রহন  করলে  বুজবেন যে আপনি একটি Blogsite/website এর মালিক হয়ে গেছেন ।

 আপনার এখন article/লেখা  post করার পালা । পোস্টের নিয়ম জানতে  ।  নির্ধারিত gmail account টি লগিন অবস্থায় এখন  www.আপনার পছন্দকৃত নামটি.blogspot.com অথবা   www.blogger.com এই  link এন্টার করলেই একটি নতুন উইন্ডো চলে আসবে । সেখানে বাম পাশে উপরে new post এ ক্লিক করলেই লেখা  প্রকাশের নির্ধারিত স্থান দেখা যাবে ।  সেখানে আপনার ইচ্ছামত লেখা লিখুন । তারপর ডানে উপরের  দিকে সেভ অথবা publish button ক্লিক করলেই লেখাটি publish হবে । এবার আপনি বাম পাশে vew blog ক্লিক করুন । তাহলেই আপনি আপনার প্রকাশিত লেখাটি দেখতে পারবেন ।




বিঃ দ্রঃ  সমস্যা হলে কমেন্ট করে জানাবেন । 








Post a Comment

6 Comments