উপদেশ


এক সরল জ্ঞানী পিতা তার অসৎ জুয়া-মদখোর সন্তানকে মৃত্যুকালে কিছু উপদেশ দিলেন |কারণ জীবদ্দশায় তিনি দেখেন তার সন্তান ভবিষ্যতে বিপদে পরতে পারেন|তিনি বলে গেলেন-অন্যমতে সম্মান কর/আপন শত্রুকে ধ্বংস কর/আস্ত মাছ পেটে পুরো/ছায়ায় ছায়ায় বাজার কর| পিতার কথামত সেই পুত্র কাজ শুরু করলেন|প্রথম কথা দুটি ভালো করে বুঝেন নাই ,তাই বাদ |তিনি ছায়ায় বাজার যাওয়ার জন্য চিন্তা শুরু করলেন|শেষে বাড়ি থেকে বাজার পর্যন্ত শেঠের ব্যাবস্থা করলেন এবং বাজার থেকে বড় বড় মাছ নিয়ে আসলেন|কিন্তু পুরোটা একই সঙ্গে পেটে দিতে না পেরেও শেষে সন্তুষ্ট থাকলেন|এভাবে চলতে চলতে এবং প্রথম কথা দুটি না বঝার কারনে দ্রুতই সব কিছু হারিয়ে নিঃস্ব হলেন|অবশেষে তার রাগ মৃত পিতার উপর গিয়ে পড়ল|হঠাৎ একদিন তার পিতার ডায়েরী খোঁজা শুরু করলেন|সেখানে সে দেখল অন্য মানুষের মতামতকে গুরত্বসহকারে দেখার কথা বলা আছে|সে আরও খুজতে খুজতে পেল,নিজের শত্রু বলতে তার পিতা বুঝিয়েছেন- নিজের রাগ,হিংসা-বিদ্বেষ,ঘৃণা,বদনেশা ইত্যাদিকে|তার মতে এগুলোই মানুষের চরম শত্রু|সেই ছেলে কিছুটা উপলব্দি করতে পারলেন|সে শেষাবদি দেখে পেলেন- আস্ত মাছ বলতে ছোট মাছের কথা বলা আছে এবং ছাতার নিচে বাজার যাওয়া কথা|..অশ্রুবষন


Post a Comment

0 Comments