হাবলুও ডিবলু দুই ভাই |কাজের সন্ধানে বেড়িয়ে পড়ে|অবশেষে কাজ মিলে|মালিক :আমার বাড়িতে কাজ করতে সহ্যশীল লোকের প্রয়োজন|তোমার আছে কি?
হাবলু:হ্যা,কি রকম?
মালিক:দিন-রাত কাজ করতে হবে|
হাবলু: আর?
মালিক:কোন সময় উহ্!আহ্ করা যাবে না|করলে সেই মাসের মজুরি দেওয়া হবে না এবং দুটি
কান কেটে দেওয়া হবে|
হাবলু:ঠিক আছে|
হাবলু কাজে মন দেয়|কিন্তু কঠিন থেকে কঠিনতর কাজ করতে এক সময় হাবলুর সহ্যের
বাইরে চলে যায়|সে বলে ওঠে ওহ্ আর পারব না|মালিক কথা অনুযায়ী কাজ করে তাকে
বিদায় করে| এ অবস্থা দেখেও শুনে ডিবলু নিজেই সেই মালিকের বাড়িতে কাজের
সন্ধানে যান|
মালিক:এ বাড়িতে কাজ করতে হলে কিছূ শর্ত মানতে হবে|
ডিব:কি শর্ত? মালিক:(হাবলুকে দেয়া শর্তগুলো বলে)
ডিব:হ্যাঁ শর্তেই রাজি|তবে আপনিও আমার কাজ দেখে উহ্ আহ্ বা দু:খ প্রকাশ করাযাবে না|
মালিক:এমন যোগ্য ছেলেইতে দরকার!( ডিবলু কাজে মন দেয়|কিছু দিন যাওয়ার পর)
মালিক:বাগানটা পরিস্কার কর|
ডিব কুঠার আর কোদাল দিয়ে বাগানের সব গাছ তুলে পরিস্কার করে দিল|কিছুদিন
পর|মালিক তার ছোট্ট বাচ্ছাকে পায়খানায় নিয়ে যেতে বলল| সে বারবার বিভিন্ন
রকম ভয় দেখিয়ে বাছাকে নিয়ে আসে|শেষে বিছানায় মলত্যাগ করলে মালিক বলে উহ্ আর
পারলাম না|..
0 Comments