ছোট চিন্তা


বনে অনেক সুন্দর প্রাণী বাস করে ।  বনে সুন্দর প্রাণীগুলোর মধ্যে হরিণ অন্যতম । কিন্তু এই হরিন নিজেই নিজের শ্ত্রু । কারন একদিকে তার বাহ্যিক সুন্দর্য্য অন্যদিকে তার সুমিষ্ট মাংসাল দেহের জন্য । তাই হরিনকে সর্ব্দাই আত্তরক্ষার মুডে থাকতে হয়। তাই প্রকৃতি প্রদত্ত হরিণের আত্মরক্ষার জন্য যে শাখাপ্রশাখাযুক্ত শিং আমরা দেখতে পাই , তা দিয়ে কতখানি আত্মরক্ষা করতে পারে সেই প্রাণীটি! আত্মরক্ষার চেয়ে মনে হয় বিপদেই পড়ে বেশি| যেমন - ধরুন হরিণ(অধিক আত্মরক্ষক ,যেহেতু তার বেশি শিং) কোন জঙ্গলে গিয়ে শিকারী বাঘের তাড়া খেয়ে পালাতে লাগল ,এক্ষেত্রে তার বড় শত্রুতে পরিণত হল তার শাখাপ্রশাখাযুক্ত শিং |যদিও শিং যেকোন প্রাণীর আত্মরক্ষার জন্য ,আর বেশি থাকলে বেশি নিরাপদ, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কখনও কখনও প্রমাথ ঘটায়| তাই বনের গুল্মলতা পাতায় আটকে যাচ্ছে হরিণ| আর আজ এরকম অধিক অস্তিত্বরক্ষা সচেতন কিছু ব্যক্তি কখনও মিথ্যার আশ্রয়ে অন্যকে বিপদে ফেলে যে আত্মরক্ষাব্যূহ তৈরী করার চেষ্টা করছেন তাতে কি হরিণের মত বিপদের পড়ার সম্ভবনা আছে?

Post a Comment

0 Comments