সমাস শব্দের অর্থ সংক্ষেপ , মিলন , একাধিক পদের একপদীকরণ । দুইটি পদের আলাদা অর্থ আছে এমন একাধিক শব্দের
এক সংগে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে । যেমন , সিংহাসন , সিংহ চিহ্নিত আসন , এখানে
সিংহ ও আসন শব্দ দুটি আলাদা অর্থবোধক
। সমাস নিষ্পন্ন করতে হলে নিম্নের চিত্রটি ভাল করে লক্ষ্য করুণ
ছয় প্রকার সমাসের মধ্যে আজকের আলোচনা দ্বন্দ্ব সমাস নিয়ে
দ্বন্দ্ব সমাস
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদ
অর্থাৎ পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য সমান থাকে ,তাকে দ্বন্দ্ব সমাস বলে
। যেমনঃ
দোয়াত – কলম = দোয়াত ও কলম
দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে “ও , আর ,এবং” এই তিনটি শব্দ পুর্বপদ ও পরপদের মধ্যে সম্বন্ধ
রক্ষা করে ।
দ্বন্দ্ব সমাসের প্রকারভেদঃ
মিলনাত্মকঃ মাসি-পিসি
বিরোধার্থকঃ অহি – নকুল
বিপরীতঃ ছোট – বড়
অঙ্কবাচকঃ নয় – ছয়
সমার্থকঃ হাট –
বাজার
সর্বনামযোগেঃ যা – তা
ক্রিয়াযোগেঃ যাওয়া
– আসা
অঙ্গবাচকঃ হাত – পা
0 Comments